হোম > সারা দেশ > জয়পুরহাট

পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

বেহেস্তী রহমান ঈদ। ছবি: আজকের পত্রিকা

প্রেমিকার পর্নোগ্রাফি মামলায় জয়পুরহাটের ছাত্রলীগ কর্মী বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বেহেস্তী রহমান ঈদ শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম সোলায়মান আলীর ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সঙ্গে বেহেস্তী রহমানের প্রেমের সম্পর্ক হয়। ওই সময়ে একসঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তাঁরা।

একই সময়ে বেহেস্তী রহমান আরও কয়েকজন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করেন। বিষয়টি ফাঁস হওয়ার পরে দুজনের সম্পর্কের ছেদ পড়ে এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় চলতি বছরের ৫ জানুয়ারি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়। এর কিছুদিন পর বেহেস্তী রহমান ওই মেয়ের মোবাইলে ফোন দিয়ে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন। সেই সঙ্গে তাঁকে (মেয়েটিকে) স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটাতে বলেন। কিন্তু মেয়েটি তাতে অসম্মতি জানান।

এতে ক্ষিপ্ত হয় বেহেস্তী রহমান ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো করা হয়েছে।

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ