হোম > সারা দেশ > জয়পুরহাট

সাবেক সেনাসদস্যকে পিটিয়ে টাকা ছিনতাই স্বেচ্ছাসেবক ও যুবদল নেতার, মামলা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্টকে পিটিয়ে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন ওরফে মায়া সোহেল ও যুবদল নেতা জুয়েল হোসেনের বিরুদ্ধে। অভিযুক্ত দুজন সম্পর্কে দুই ভাই। এ ঘটনায় আক্কেলপুর থানায় গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত দুই নেতাসহ অজ্ঞাতনামা দু-তিনজনের নামে মামলা হয়েছে।

ভুক্তভোগী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার কোনো শত্রু নেই। আমি দেশকে সেবা দিয়ে অবসরে আসার পর সৎভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। সম্প্রতি আমরা অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছি। সেটির আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আমার ব্যবসার লেনদেনের অনেক টাকা আমার কাছে থাকে। স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ওই দুই নেতা আমার ওপর অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল।’

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘ঘটনার দিন আমার কাছে থাকা ১ লাখ ৩০ হাজার ৩০০ টাকার একটি বান্ডিল প্যান্টের পকেটে ছিল। আমাকে ওরা মেরে রাস্তায় ফেলে ওই টাকা ছিনিয়ে নিয়েছে। স্থানীয় লোকজন তখন এগিয়ে না এলে আমাকে ওরা হয়তোবা মেরে ফেলত। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় মামলা করেছি। পুলিশ এখনো একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি।’

এ ঘটনায় অভিযুক্ত দুই নেতা গা ঢাকা দিয়েছেন। তাঁদের মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে। এ কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে এভাবে হামলার ঘটনাটি দুঃখজনক। ঘটনা জানার পর যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন ওরফে মায়া সোহেল ও যুবদল নেতা জুয়েল হোসেনের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমি জেলার নেতাদের বিস্তারিত জানিয়েছি। তাঁদের বিষয়ে সিদ্ধান্ত জেলার নেতারাই নেবেন। বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো দলে অপরাধকারীর কোনো ঠাঁই হবে না।’

এ বিষয়ে আক্কেলপুর থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম বলেন, ‘একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস