হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া রেল ব্রিজের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তুলসীগঙ্গা নদীর ওপর রেল ব্রিজের পশ্চিম পাশে অপরিচিত এক ব্যক্তি রেললাইনের ওপরে বসে ছিলেন। স্থানীয়রা ট্রেন আসছে বলে চিৎকার দিয়ে তাঁকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, ‘খুব সকালে এক ব্যক্তি রেল ব্রিজের পশ্চিম পাশে লাইনের ওপর বসে ছিলেন। ট্রেন আসার সময় আমাদের গ্রামের এক ব্যক্তি তাঁকে ডাকছিলেন, তখন তিনি শুনতে পাননি। মুহূর্তের মধ্য ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান।’

জানতে চাইলে আক্কেলপুর রেল স্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আজ ভোর ৫টা ২৮ মিনিটে আক্কেলপুর স্টেশন থ্রু-পাস করে। ওই ট্রেনেই তিনি কাটা পড়তে পারেন। ঘটনাটি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় জানানো হয়েছে।’

সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হলহলিয়া রেল ব্রিজে এসেছি। ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। আমরা মরদেহের আঙুলের ছাপ নিয়েছি এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ