প্রতিনিধি, জয়পুরহাট
জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন। এ সময় কেউ মারা যাননি। এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ৪৯ জন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।
ডা. ওয়াজেদ আলী জানান, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট ১৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৯৬টি নমুনার মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১১ দশমিক ৪৬ শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৫৯। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫০২ জন।