হোম > সারা দেশ > জয়পুরহাট

অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলায় যুবকের ৪০ বছর কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার মামলায় মফিজুল ইসলাম (৩২) নামেন একজনকে ৪০ বছরের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রুস্তম আলী। টাকা অনাদায়ে তিনি আরও দেড় বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি ক্ষেতলাল উপজেলার তেলাবদুল মুন্সি পাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৯ আগস্ট বিকেলে জয়পুরহাট শহরের নিউমার্কেট এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বাড়ির উদ্দেশে অটোরিকশা উঠে। এ সময় মফিজুল ইসলাম ওই ছাত্রীকে তাঁর বাবার পরিচিত বলে কৌশলে করিম নগর এলাকার নির্জন একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। সেসময় ছাত্রীটি চিৎকার দিলে মফিজুল সেখান থেকে পালিয়ে যায় এবং পরে তাঁর পরিবারকে ঘটনার বিষয়টি জানিয়ে দেয়। এরপর পৌর এলাকার সিসিটিভি ফুটেজের মাধ্যমে মফিদুল ইসলামকে শনাক্ত করে ২০১৮ সালের ২৩ আগস্ট থানায় মামলা করেন ওই ছাত্রীর পরিবার। দীর্ঘ শুনানি ও যাবতীয় প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বিচারক মো. রুস্তম আলী মামলার রায় ঘোষণা করেন। 

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী রায়ের তথ্য নিশ্চিত করেছেন। 

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে লুট

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী