হোম > সারা দেশ > জয়পুরহাট

প্রেম ভেঙে ফেলায় অপহৃত কিশোরী উদ্ধারসহ যুবক গ্রেপ্তার 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে অভিযান চালিয়ে অপহরণের শিকার একজন কিশোরীকে উদ্ধারসহ নুরনবী ইসলাম (২১) নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপহরণের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকা থেকে নুরনবী ইসলামকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার নুরনবী ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দোগাছী গ্রামের আবদুল মোতালেবের ছেলে।

মেজর মোস্তফা জামান জানান, অপহরণের শিকার ওই কিশোরীর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়। তিনি নিজ এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন। অভিযুক্ত অপহরণকারী নূরনবী ওই এলাকার একটি দোকানে কাজ করতেন। সেই সূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু একপর্যায়ে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। নূরনবী বিচ্ছেদ মেনে নিতে পারেননি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নূরনবী তাঁর দুই বন্ধুর সহায়তায় রাস্তা থেকে ওই কিশোরীকে অপহরণ করেন। আর কিশোরীকে নিয়ে যান জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকায় তাঁর নিজ বাড়িতে।

এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের খোঁজ না পাওয়ায় অপহরণের ঘটনায় স্থানীয় থানায় জিডি করেন কিশোরীর পরিবার। এ ছাড়া এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে একটি অভিযোগ করেন। এরপর র‍্যাব তৎপরতা চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও নূরনবীকে গ্রেপ্তার করে।

মোস্তফা জামান আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি থানায় মামলা দিয়ে নূরনবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার নূরনবীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ