জয়পুরহাট সদর উপজেলায় ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে জয়পুরহাট আদর্শপাড়া মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রানু শফি (৫৬)। তিনি জয়পুরহাট সদর উপজেলার আটুল শান্তিনগর এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আজকের পত্রিকাকে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট আদর্শপাড়া মহল্লা থেকে ২০ কেজি গাঁজাসহ রানু শফি নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাতেই জয়পুরহাট সদর থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।