প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর থানার ওসি আলমগীর জাহানের কাছে অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার করা হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন।
জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জয়পুরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। সেটিকে এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। আর বক্তব্যের কোনো লিংক এখনো পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।