হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে আজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে হলহলিয়া রেল সেতুর দক্ষিণ পাশে তুলসীগঙ্গা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজাহার আলী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত শনিবার রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠেই তিনি নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি নদীতে ডুব দিয়ে আর উঠছিলেন না। তখন আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আজাহার আলীর ছেলে আজিজুল হক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। গত শনিবার রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে নদীতে গোসল করতে নামেন। তখনো হয়তো ঘুম কাটেনি। নদীতে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে আনা হলেও বাবাকে আর বাঁচাতে পারিনি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদুর আলম বলেন, নদীতে গোসল করতে নেমে নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিক সমস্যা ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ