জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় নাইচ আলী (৩৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে আক্কেলপুর পৌর সদরের মেইন রোডের সিঙ্গার শো-রুমের সামনে ওই ঘটনাটি ঘটে।
নাইচ আলী উপজেলার মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ফারুখ হোসেন ও সেলিম রেজা জানান, দুটি মোটরসাইকেল এক সঙ্গে আক্কেলপুর শহর থেকে বের হয়ে যাচ্ছিল। ওই সময় একটি মোটরসাইকেলের সাথে অপর মোটরসাইকেল ধাক্কা লেগে দুজন চালক দুই দিকে পড়ে যায়। এ সময় বিপরীত দিকে বগুড়া থেকে ছেড়ে আসা একটি বাসের পেছনের চাকায় সেনা সদস্য চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আর অপর মোটরসাইকেলচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাসচালক মছির উদ্দিনকে (৬০) আটক করা হয়েছে। হাবিব পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-২৫৮৭) নামের ওই বাসটি থানায় জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘নিহত সেনা সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’