হোম > সারা দেশ > জয়পুরহাট

তালাকের ১৫ বছর পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। গত রোববার রাতে ধর্ষণের শিকার ওই নারীর বাবার পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর শনিবার রাতেই ওই নারী বাদী হয়ে তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। 

মামলার পর শনিবার রাতেই ওই নারীর প্রাক্তন স্বামী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে কালাই থানা-পুলিশ। রোববার সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। 

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ আলীর সঙ্গে ১৮ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাঁদের একটি ছেলেসন্তানও জন্ম নেয়। ছেলের বয়সের তিন মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ ১৫ বছর তাঁরা উভয়েই আলাদা। উভয়েই দ্বিতীয়বার বিয়েও করেছিলেন। ধর্ষণের শিকার ওই নারীর দ্বিতীয় বিয়েও টেকেনি। অভিযুক্ত মোহাম্মদ আলীও দ্বিতীয় বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী এখনো বর্তমান। 

এরপরও মোহাম্মদ আলী তাঁর প্রথম স্ত্রীকে দুই মাস ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই নারীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ১৩ মার্চ রাতে ওই নারীর মা-বাবা পাশের বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে বেড়াতে যান। সুযোগ বুঝে রাতে মোহাম্মদ আলী ওই নারীর বাড়িতে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন। ওই রাতেই এ ঘটনা প্রকাশ পেলে ধর্ষণের শিকার নারীর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অভিযুক্ত এতে রাজি না হয়ে উল্টো ওই নারীকে প্রাণনাশের হুমকি দেন। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে লুট

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী