জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় সৈয়দ হালিমুর রশিদ নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহা সড়কের জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমুর রশিদ জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এর বাসিন্দা। তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলার দুপচাঁচিয়াতে।
প্রত্যক্ষদর্শী এবং পরিবারের সদস্যরা জানান, সোমবার ভোররাতে সাহরি খাওয়া শেষে, ফজরের নামাজ আদায় করার জন্য জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে যাচ্ছিলেন এলজিইডির অবসরপ্রাপ্ত এই প্রকৌশলী ও বীর মুক্তিযোদ্ধা। তখন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতি সম্পন্ন একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু হাসপাতাল চত্বরেই তাঁর মৃত্যু হয়।
ওসি আলমগীর জাহান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।