হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ-টিন বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের বিরুদ্ধে গাছ ও টিন বিক্রি করে প্রায় দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি এসব বিক্রি করা হয় বলে অভিযোগসূত্রে জানা গেছে।

স্থানীয় জনগণ ও বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্যদের অভিযোগ, এসব বিক্রির ক্ষেত্রে কোনো রেজল্যুশন বা অনুমোদন নেওয়া হয়নি।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আশরাফ আলী মণ্ডল বলেন, বিদ্যালয়ের দুটি রেইনট্রি কড়ইগাছের ডাল এবং ৯৭টি গ্যালভানাইজড টিন বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বাদশা বলেন, ‘সরকারি কোনো সম্পত্তি বিক্রির ক্ষেত্রে পরিষ্কার নিয়মনীতি রয়েছে। এখানে তা মানা হয়নি। অভিযোগপত্রে আমিও স্বাক্ষর দিয়েছি।’

অভিযুক্ত প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, ‘সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে, বাজারমূল্য অতিরঞ্জিত বলা হচ্ছে।’

কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুনুর রশিদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ