হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসের কর্মচারী নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় হোসেন আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলা শিক্ষা অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’। আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে দাপ্তরিক কাজে জেলা শিক্ষা অফিসে যাওয়ার সময় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী যশোর জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন।

চকবিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ্যপ্রহরী জাহিদ হাসান বলেন, ‘বিকেলে আমি আর হোসেন আলী দাপ্তরিক কাজে মোটরসাইকেলে জেলা শিক্ষা অফিসে যাচ্ছিলাম। মোটরসাইকেলটি হোসেন আলী চালাচ্ছিলেন। পথে বৃষ্টি এলে আমরা নিরাপদ স্থানে কিছু সময় অপেক্ষা করি। এরপর বৃষ্টি থেমে গেলে মোটরসাইকেলে আবারও রওনা দিলে পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) নামক স্থানে সড়কের ওপর থাকা খড়ের গাদায় চাকা পিছলে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এ সময় হোসেন আলীর মাথায় গুরুতর আঘাত লাগে। তখন আমি চেতন হারিয়ে ফেলি। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি হোসেন আলীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক হাসপাতালে পাঠানোর সময় তিনি মারা যান।’

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘নিহত হোসেন আলী দাপ্তরিক কাজে জেলা শিক্ষা অফিসে যাচ্ছিলেন। পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থল আক্কেলপুর উপজেলার মধ্য থাকায় থানায় ওই ঘটনায় একটি ইউডি মামলা করা হবে। লাশ যেহেতু জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে আছে, সেহেতু নিহতের পরিবার সেখান থেকে আইনিপক্রিয়া শেষে লাশ বাড়িতে নিয়ে যাবে।

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে লুট

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী