হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে ২ বিঘা জমির স্তূপ করা ধানে আগুন দিল দুর্বৃত্তরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

জয়পুরহাটের আক্কেলপুরে পুড়ে যাওয়া ধানের স্তূপ নেড়েচেড়ে দেখছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুরে ঘরে তোলার জন্য কেটে স্তূপ করা কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঁনচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক একই গ্রামের বাসিন্দা।

কৃষক সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গরিব মানুষ বর্গা জমি নিয়ে চাষাবাদ করি। গ্রামের শেষ প্রান্তে একটি জমিতে ধান কেটে স্তূপ করে রেখেছিলাম। গতকাল শুক্রবার মধ্যরাতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে বিষয়টি আমি জানতে পারি। এরপর সেখানে গিয়ে দেখি দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান পুড়ে গেছে। স্থানীয় লোকজন পানি দিয়েও রক্ষা করতে পারেনি। এতে আমার প্রায় ৪০ মণের মতো ধান নষ্ট হয়েছে।’

স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, ‘গভীর রাতে কে বা কারা কৃষক সিদ্দিকের দুই বিঘা পাঁচ কাটা জমির ধানের স্তূপে আগুন ধরিয়ে দিয়ে নষ্ট করেছে। আমরা পানি দিয়েও তা রক্ষা করতে পারিনি। কৃষক সিদ্দিক খুবই নিরীহ একজন মানুষ। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাকে কেউ জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ