হোম > সারা দেশ > জয়পুরহাট

ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রহিম (২৬) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পুনট-পাঁচপাইকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহিম জয়পুরহাটের কালাই উপজেলার খড়পা গ্রামের আবু তালেবের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পুনট-পাঁচপাইকা এলাকায় সড়কের পাশে ভ্যানে আলু লোড করছিলেন আব্দুর রহিমসহ আরও নয়জন ভ্যানচালক। বিকেল তিনটার দিকে জয়পুরহাট থেকে বগুড়া অভিমুখী ট্রাক্টর আব্দুর রহিমকে সজোরে ধাক্কা দেয়। তখন আব্দুর রহিম পাকা সড়কের ওপর পরে যান। 

এতে মাথায় প্রচণ্ড আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সে সময় অন্যান্য ভ্যান চালকরা ট্রাক্টর চালককে আটক করেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। একই সময়ে পুলিশ ট্রাক্টর চালককে আটক করেন। 

আটক ট্রাক্টর চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ গোয়ামমাড়ি-জাতের পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। 
প্রত্যক্ষদর্শী কালাই উপজেলার মাদাই গ্রামের ভ্যান চালক আশরাফ আলী এবং ইসকাতুল জানান, নিহত আব্দুর রহিমসহ আরও ৯ জন ভ্যানচালক নিকটবর্তী একটি হিমাগারে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে তাঁদের ভ্যানে আলু লোড করছিলেন। হঠাৎ জয়পুরহাট থেকে বগুড়া অভিমুখী একটি ট্রাক্টর আব্দুর রহিমকে সজোরে ধাক্কা দিলে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন
আব্দুর রহিম। 

নিহত আব্দুর রহিমের বাবা আবু তালেব বলেন, ‘হামার ছেলের মৃত্যুতে ওর ১৪ দিন বয়সী শিশু কন্যাটা এতিম হয়ে গেলো। তাঁর স্ত্রীকে সান্ত্বনা দিমো কি দিয়ে। রহিমের মাওক (মাকে) কি দিয়ে বুঝামো। হামার মনটাকে কি দিয়ে শান্ত করমো। হামার ছেলের লাশটা যেন কেউ কাটে না বাবা। তোমরা এনা ব্যবস্থা করো বাবা।’ 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের স্বজনদের কোনও অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন