হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে পোলট্রি ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের পোলট্রি খামারি ও হ্যাচারি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনেরা তাঁর বাড়িতে ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে পোলট্রি খামারি ও হ্যাচারি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতেরা তাঁকে ও তাঁর স্ত্রী বিলকিস আরাকে মারধর করে একটি কক্ষে আটকে রেখে বিপুল স্বর্ণালংকার, টাকা ও দামি ঘড়ি লুট করে।

গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে জামালগঞ্জ বাজারসংলগ্ন পাহাড়পুর বৌদ্ধবিহার সড়কের পাশে অবস্থিত ‘মিশু নীড়’ নামের দোতলা বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা প্রায় ৫ লাখ টাকা, দেড় শ ভরি স্বর্ণালংকার ও তিন লক্ষাধিক টাকার ছয়টি ঘড়ি নিয়ে গেছে। তবে এ ঘটনায় করা মামলায় ৩০ ভরি স্বর্ণ, ৫ লাখ টাকা ও ছয়টি ঘড়ির কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী ইসমাইল হোসেন টুকুর ছেলে রাসেল হোসেন বলেন, ‘পুলিশ যেভাবে আমাদের বলেছে, সেভাবেই আমরা মামলা করেছি। স্বর্ণের পরিমাণ বড় বিষয় নয়, আমরা খোয়া যাওয়া স্বর্ণগুলো দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।’ শনিবার সকালে জয়পুরহাটের সার্কেল এএসপি আরিফ হোসেন ও আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে শনিবার সকাল ১০টায় ইসমাইল হোসেন টুকুর সুরম্য বাসায় গিয়ে দেখা গেছে, রান্নাঘরের একটি জানালার গ্রিল খোলা রয়েছে। ইসমাইল হোসেনের স্বজন ও প্রতিবেশীরা বাসায় ভিড় করছিলেন।

জয়পুরহাটের এই বাড়িতেই ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

ডাকাতির বিষয়ে গৃহকর্ত্রী বিলকিস আরা বলেন, ‘মুখোশধারী পাঁচজন ডাকাত আমাদের ঘরে ঢুকেছিল। একজন বাইরে পাহারা দিচ্ছিল। ডাকাতেরা আমাকে ও আমার স্বামীকে চাপাতি দিয়ে আঘাত করে। এরপর তাঁরা আমাদের মারধর করে একটি ঘরে আটকে রাখে। প্রথম তলায় আমরা স্বামী-স্ত্রী থাকি। দ্বিতীয় তলায় ছেলের পরিবার থাকে। আমার ঘরের আলমারিতে প্রায় ৫ লাখ টাকা ও ১০০ ভরি স্বর্ণ ও আমার ছেলের ঘরে আরও ৫০ ভরি স্বর্ণ ছিল। ডাকাতেরা সব স্বর্ণালংকার, দামি ঘড়ি নিয়ে পালিয়ে গেছে।’

এ বিষয়ে গৃহকর্তা ইসমাইল হোসেনের ছেলে রাসেল বলেন, ‘আমি বগুড়া ছিলাম। বাসায় ডাকাতির কথা জেনে ছুটে এসেছি। ডাকাতেরা আমার মা-বাবাকে মারধর করেছে। বাসার সিসি ক্যামেরা ফুটেজে ডাকাতদের দেখা গেছে। ডাকাত দলের সদস্যদের সবার মুখ বাঁধা ছিল। তাঁদের হাতে চাপাতি ছিল। ডাকাতদের সবার বয়স ৩০-এর মধ্যে হবে বলে মনে হচ্ছে।’

রান্নাঘরের একটি জানালার গ্রিল খুলে ডাকাতেরা ভেতরে ঢোকে। ছবি: আজকের পত্রিকা

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় ছেলেকে সঙ্গে নিয়ে ইসমাইল হোসেন থানায় এসেছিলেন। একটি মামলা করেছেন। মামলায় টাকা, তিন লাখ টাকার ছয়টি ঘড়ি ও ৩০ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার কথা উল্লেখ করেছেন।’

গৃহকর্ত্রী বিলকিস আরা দাবি করেছেন, ডাকাতেরা তাঁদের দেড় শ ভরি স্বর্ণালংকার লুট করেছে, এমন প্রশ্নে ওসি মাসুদ রানা বলেন, ‘প্রথমে এ রকম কথা আমাদেরও বলেছিল। তবে গৃহকর্তা ৩০ ভরি স্বর্ণের কথা বলেছেন। তিনি মামলার এজাহারেও ৩০ ভরি স্বর্ণের কথা বলেছেন। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।’

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ

বিদ্যুতায়িত হয়ে প্রাণী চিকিৎসকের মৃত্যু