হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলায় হারুনুর রশিদ টুটুল নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আসামি হলেন হারুনুর রশিদ টুটুল। তাঁর বাড়ি বগুড়া সদরের মাল গ্রামে। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে স্কুলব্যাগে রাখা ৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হারুনুর রশিদ টুটুলকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই সময় তাঁর কাছ থেকে দুটি সংবাদপত্রের আইডি কার্ডসহ মোটরসাইকেল জব্দ করা হয়। 

পরে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলার যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালত এই রায় দেন। 

মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল। আসামি পক্ষের আইনজীবী ছিলেন রায়হান নবী।

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ