হোম > সারা দেশ > জয়পুরহাট

খড়ের গাদার মধ্যে মানুষের পা দেখে তুলকালাম কাণ্ড

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

খড়ের গাদার ভেতরে দুই পায়ে দড়ি বাঁধা মানুষের পা দেখে মরদেহ ভেবে জড়ো হন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌরসভার কাউন্সিলর, পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হয়। ওই খড়ের গাদার আঁটি সরিয়ে দেখা গেল এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর এমন কাণ্ডে এলাকায় তুলকালাম শুরু হয়ে যায়।

এক কৃষকের বাড়ির পাশে খড়ের গাদার ভেতরে দুই পায়ে দড়ি বাঁধা মানুষের পা দেখে লাশ ভেবে জড়ো হয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে সেখানে পৌরসভার কাউন্সিলর, থানা-পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে ওই খড়ের গাদার আঁটি সরিয়ে দেখা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শীত নিবারণের জন্য ওই খড়ের গাদার মধ্যে রাতে শুয়ে ছিলেন।

আজ সোমবার জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পশ্চিম মানিকপাড়া মহল্লায় এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, পশ্চিম মানিকপাড়া মহল্লায় কৃষক আনোয়ার হোসেন ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশে রাখা খড়ের গাদার আঁটি এলোমেলো দেখে ভাবেন খড় চুরি হয়েছে। পরে তিনি পায়ে দড়ি বাঁধা মানুষের দুটি পা দেখে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা ভাবেন কেউ হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখেছেন। এ খবরে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে খরের আঁটি সরিয়ে দেখেন এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তখন তিনি নড়ে ওঠেন। 

কৃষক আনোয়ার হোসেন বলেন, খড়ের গাদার দড়ি বাঁধা মানুষের পা দেখে মনে করেছিলাম এখানে লাশ রয়েছে। পরে স্থানীয়রা জড়ো হন। পুলিশ ও প্রশাসন আসে। খড় সরিয়ে দেখা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। শীত নিবারণের জন্য রাতে খড়ের গাদার ওপর শুয়ে খড়ের আঁটি দিয়ে নিজের পুরো শরীর ঢেকে রেখেছিলেন তিনি। 

স্থানীয় কাউন্সিলর মেজবাউল সরদার গবু বলেন, সকালে খবর আসে খড়ের পালার মধ্যে লাশ বের হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি মানুষের দুটি পা দেখা যাচ্ছে। ধারণা করেছিলাম মৃত মানুষের পা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে জানা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সেখানে শুয়েছিল। সে তাঁর নাম পরিচয় কিছুই বলতে পারছিলেন না। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘স্থানীয়রা মনে করেছিলেন কেউ মানুষকে মেরে সেখানে ঢেকে রেখেছে। আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। তাঁকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।’ 

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ