হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি উপজেলার আওয়ালগাড়ী নদীরকল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে রবিউল ইসলাম আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী এলাকায় রাস্তার পাশে কেটে রাখা সরিষা ভ্যানে ওঠাচ্ছিলেন। এ সময় আক্কেলপুর থেকে আসা একটি প্রাইভেট কার সরিষার ভ্যানে ধাক্কা দিলে রবিউল সড়কে পড়ে যান। তখন প্রাইভেট কারটি তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ভ্যানচালক নিহতের ঘটনায় থানায় (আজ রোববার দুপুর) এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ