হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে পুকুরে ভাসছিল বৃদ্ধার মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটে রজ্জব আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিম পাড়া এলাকার একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালাই থানার পুলিশ পরিদর্শক (এসআই) জোব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত রজ্জব আলী মাত্রাই ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত-জব্বার আলীর ছেলে। তিনি বলিগ্ৰাম গ্রামের জনৈক সাখাওয়াত হোসেন নামের একজন ব্যক্তির পুকুরে পাহারাদার হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রজ্জব আলী দিনে ভ্যান চালাতেন এবং রাতে বলিগ্ৰাম এলাকার একটি পুকুরে পাহারাদারের কাজ করতেন। স্থানীয়রা সকালে কৃষি কাজ করতে বলিগ্ৰাম মাঠে গিয়ে রজ্জব আলীর মরদেহ দেখতে পান। তাঁরা বিষয়টি কালাই থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কালাই থানার পুলিশ পরিদর্শক (এসআই) জোব্বার আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে অনেকে বলছেন এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ