হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ অভিযুক্ত আব্দুল বারিককে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল রোববার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন। 

অভিযুক্ত আব্দুল বারিক উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়ার মৃত. কাসেম আকন্দের ছেলে। 

মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারিক ওই স্কুল ছাত্রীর বাড়িতে এসে আরবী প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে গত ৪-৫ মাস ধরে আব্দুল বারিক মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল বারিক তাঁর মুঠোফোন থেকে ফোনকল করে মেয়েটিকে সন্ধ্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে দেখা করতে বলেন। বাঁশঝাড়ে দেখা করতে গেলে আব্দুল বারিক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আব্দুল বারিক দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে ঘটনাটি তাঁর পরিবারের লোকজনকে জানায়।

ভুক্তভোগী বলেন, ‘আমাকে বিয়ের কথা বলে এবং বিভিন্ন হুমকি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে খারাপ কাজ করেছে।’ 
 
ভুক্তভোগী মেয়েটির মা বলেন, ‘আব্দুল বারিক আমাদের বাড়িতে এসে আরবি প্রাইভেট পড়াতো। সেই সুবাদে মেয়ের সাথে সখ্যতা তৈরি করে মেয়ের সর্বনাশ করেছে। আমি এর নায্য বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।’ 

গতকাল বিকেলে থানা–হাজতে থাকা অভিযুক্ত আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিলকপুর হাটে ছাগল বিক্রি করতে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে ধরে আনা হয়েছে। মূলত আমি ওই গ্রামের একটি মসজিদের মোয়াজ্জিন। সেখান থেকে আমাকে সরানোর জন্য এই মেয়েকে দিয়ে মিথ্যে অভিযোগ তুলে আমাকে ফাঁসানো হয়েছে।’ 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘আজ সোমবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছি। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ