হোম > সারা দেশ > জয়পুরহাট

সুমাইয়াকে স্কুলে ভর্তি করে ফেরার পথে দুর্ঘটনায় পরিবার, ভাইসহ নিহত ২

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

সুমাইয়া আক্তার নামের এক ছাত্রীকে স্কুলে ভর্তি করিয়ে ভ্যানে করে বাসায় ফিরছিল পরিবার। পথে সড়ক দুর্ঘটনায় তার ভাই ও ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় একই ভ্যানে থাকা সুমাইয়া ও তার মা গুরুতর আহত হন। 

আজ দুপুরে জয়পুরহাটের আক্কেলপুরের আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেসের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিরা হলো উপজেলার পূর্ব মাতাপুর ঠাকুরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১৫) ও একই উপজেলার ভদ্রকালী দল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৩৮)। 

নিহত সাব্বির হোসেনের প্রতিবেশী চাচা সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, সাব্বির হোসেন জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ছোট বোন সুমাইয়া আক্তারকে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিল সে। পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ তার মৃত্যু হয়। তার মায়ের তেমন জটিলতা না থাকায় বাড়িতে আছেন; জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার গুরুতর আহত বোনের চিকিৎসা চলছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের আক্কেলপুর সদরের কেসের মোড়ে একটি পিকআপ ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। রাস্তা ক্রসিংয়ের আগমুহূর্তে ভ্যানটির লোহার এক্সেল ভেঙে জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী পিকআপের সামনে পড়ে গেলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্র ও তার বোনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেন মারা যায়। ছোট বোন সুমাইয়া আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন