হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাট ট্রেনের ধাক্কায় নারী নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মুনি আক্তার (৩০) নামে এক বাক্‌প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে চিলাহাটিগামী আন্তনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর রেল স্টেশনে পৌঁছার আগে পৌর এলাকার হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের রেলব্রিজের উত্তরপাশে ওই দুর্ঘটনা ঘটে। 

মুনি আক্তার (৩০) উপজেলার গণিপুর মণ্ডল পাড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে। 

আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রেহেনা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টা ২০ মিনিটের সময় ২৭৫ নম্বর রেল ব্রিজের পাশে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ওই নারী আজ সকালে আক্কেলপুরে আসার জন্য বাড়ি থেকে বের হন। তিনি পায়ে হেঁটে রেল লাইন দিয়ে আক্কেলপুরে আসছিলেন। হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে রেলওয়ের ব্রিজ পার হওয়ার সময় ট্রেন চলে আসে। এ সময় ট্রেনের চালক হর্ন দিচ্ছিলেন। তখন ওই নারী দ্রুত ব্রিজ পার হওয়ার পরপরই পেছন থেকে ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ওই নারী ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন। 

নিহতের বাবা মোজাহার আলী বলেন, ‘আমার মেয়ে জন্ম থেকে বাক্‌প্রতিবন্ধী। সে আজ সকালে বাড়ি থেকে বের হয়ে আক্কেলপুরে যাচ্ছিল। পরে শুনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’ 

সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) পরিদর্শক মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে একজন অফিসার পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ