হোম > সারা দেশ > জয়পুরহাট

ঘরের বাইরে তালা, ভেতরে মরদেহর মুখের ওপর বালিশ!

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে রাজধানীর মোড় এলাকার দুলাল হোসেন (৩৫) নামে একজন ভারতীয় জিরা ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন তালতলী বাজারের পাশে বস্তির একটি তালাবন্ধ ঘর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে রেলের জমিতে গড়ে তোলা ফজলুর রহমানের বস্তির একটি ঘরে ভাড়া থাকতেন দুলাল হোসেন। তাঁর সঙ্গে ওই ঘরে মাঝে মধ্যে সম্পর্কে এক ভাতিজা (১৭) থাকতেন। দুলাল প্রতিদিন সকালে তিতুমীর আন্তনগর ট্রেনে উঠে হিলির উদ্দেশ্যে রওনা হতেন আবার রাতে সীমান্ত আন্তনগর ট্রেনে ওই ঘরে এসে থাকতেন। আজ বেলা ১১টার দিকে ওই বস্তির মালিক দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে দুলালের ওই ঘরের দরজার বাহির থেকে তালা, এবং ভেতরে মরদেহের মুখের ওপরে বালিশ দেখতে পায়।

বস্তির মালিক ফজলুর রহমান বলেন, ‘গত রোববার দুপুরে দুলালের পাশের ঘরে থাকা ভাড়াটিয়া আমাকে জানায় দুলালের ঘরে মারামারির শব্দ শুনতে পেয়েছে। ওই খবর পেয়ে আমি দুলালের ঘরে যেতেই দুলালের ভাতিজা (নাম তিনি জানতেন না) আমাকে জানায় তাঁদের মধ্যে সামান্য মারধরের ঘটনা ঘটেছে, আপনাকে আসতে হবে না। তখন আমি আর ওই ঘরের দিকে যাইনি। আজ বেলা ১১টার দিকে ওই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনাটি পুলিশকে জানাই।’

নিহত দুলালের সঙ্গে ব্যবসা করতেন পাশের গ্রাম চুড়িপট্টি গ্রামের বাসিন্দা পারুল বেগম। তিনি বলেন, ‘আমার সাথে দুলাল ভারতীয় জিরা ব্যবসা করত। সেই সুবাদে দুলাল আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা নিতে আমি এর আগে এসেছিলাম দুলালের কাছে। আজ সকালে আবারও টাকা নিতে এসে দেখি দুলালের ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে।’

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি দুলালের ঘরের দরজার বাইরে তালা ঝোলানো। এরপর ঘরের বাহির দিকের জনালা দিয়ে ভেতরে দেখা যায় দুলালের মরদেহ ফুলে উঠেছে। তাঁর মুখের ওপরে একটি বালিশ রাখা হয়েছে। বিষয়টি গভীর তদন্তের জন্য ঘটনাস্থলে ক্রাইমসিন ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হয়েছে। তাঁরা বিকেল সাড়ে চারটার পর্যন্ত পৌঁছেনি। ওই টিম এলে আমরা ঘরের তালা ভেঙে ওই মরদেহ বের করব।’

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন