হোম > সারা দেশ > জয়পুরহাট

মধ্যরাতে ‘রহস্যজনকভাবে’ নারী ছুরিকাহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তরা গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গলায় পোঁচ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাসুদা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মহসীন আলীর স্ত্রী।

ওই নারীর স্বজনদের দাবি, দরজার সামনের মাটি খুঁড়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় গলায় পোঁচ দিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। দরজার সামনে মাটি খুঁড়ে ভেতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীন ব্যক্তিরা তুলসীগঙ্গা নদীর পারঘাটিতে টিনের বেড়ার ঘর বানিয়ে বসবাস করেন। ওই নারীও সেখানে একটি টিনের বেড়ার বাড়ি বানিয়ে বসবাস করছিলেন। পাশেই ওই নারীর মেয়ে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী নিজেও একটি বেসরকারি সংস্থায় রান্নার কাজ করেন। তিনি চার বছর ও ছয় বছর বয়সী দুই নাতি-নাতনিকে নিয়ে রাতের বেলায় ঘরে থাকতেন। শুক্রবার রাতে খাওয়াদাওয়া শেষে ওই নারী তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর ওই নারী কাটা গলা ওড়না দিয়ে চেপে ধরে ঘর থেকে বের হয়ে পাশেই তাঁর মেয়ের বাড়িতে গিয়ে ঘটনাটি জানান। এরপর রাতেই ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নারী ও শিশু ওয়ার্ডের বারান্দায় ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গলায় ও চোয়ালে ব্যান্ডেজ রয়েছে। তবে ওই নারী কোনো কথা বলতে পারেননি। পাশেই তাঁর মেয়ে আঞ্জুমান আরা বসা ছিলেন। তিনি বলেন, ‘আমার বাবা ঢাকায় থাকেন। আমার মা দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার রাতে দরজার সামনের মাটি খুঁড়ে মুখোশ পরা ব্যক্তিরা ঘরের ভেতরে ঢোকেন। তখন আমার মা ঘুমিয়ে ছিলেন। চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় ঘুমন্ত অবস্থায় আমার মায়ের গলায় পোঁচ দেয়। এতে আমার মায়ের গলা কেটে গেছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর গলায় পোঁচ দেওয়া হয়েছে। তিনি শুক্রবার গভীর রাতে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। দরজার সামনে মাটি খুঁড়ে ঘরের ভেতরে ঢোকার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি আপাত দৃষ্টিতে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে লুট

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী