হোম > সারা দেশ > জয়পুরহাট

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত বৃদ্ধের পরিচয় মিলেছে

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত বৃদ্ধের পরিচয় মিলেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটে হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের জামতলী এলাকায়।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আফজাল হোসেন (৬৭)।

সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে এক বৃদ্ধ আক্কেলপুর রেলস্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে জামতলী এলাকায় যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের পেছনের দিকের বগির নিচে মাথা দেন তিনি। এতে ট্রেনের পাদানির ধাক্কায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, ‘আমরা রেললাইনের পাশে ধান মাড়াই করছিলাম। তখন ওই বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন। এর আগে তিনি একটি ট্রেন আসার সময়ও ঝাঁপ দিতে চেয়েছিলেন, কিন্তু আশপাশে লোকজন থাকায় পারেননি। পরে আরও দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন এবং সীমান্ত ট্রেন আসার সময় নিচে মাথা দেন।’

আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, ‘সীমান্ত এক্সপ্রেস ট্রেনের চালক আমাকে জানান, স্টেশনের দক্ষিণ পাশে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ট্রেনের পেছনের বগির নিচে মাথা দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ