জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এ ছাড়া নতুন করে আরও ৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছ। করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। অথচ গত ৩০ জুন শনাক্তের হার ছিল ১০ দশমিক ২২ শতাংশ।
আজ বৃহস্পতিবার জয়পুরহাটের সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৯৩ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮৮ জন। আর মারা গেছেন ২৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৮ জন। চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮০ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ২০১ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৯ জন।