জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম ও যুবলীগ নেতা আনিছুর রহমান শিপন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ঘটনার পরই ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।