হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আতিকুর রহমান নামে একজন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জয়পুরহাট সদর উপজেলার বুম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। 

স্থায়ীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়া গ্রামের মাজেদ নামে এক ব্যক্তি বটতলী ব্রিজের ওপর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়ে পরে মোটরসাইকেল যোগে আতিকুর ও আমিনুর হাসপাতালে খোঁজ খবর নিতে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই আতিকুর মারা যান।

এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যবসায়ী আমিনুর রহমান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন