হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে পিকআপে আগুন, মামলায় গ্রেপ্তার ১ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পিকআপ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মাসুদ রানা (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার সকালে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বটতলী-পাকার মাথা সড়কের ধারকি এলাকায় একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট থানায় নাশকতার মামলা দায়ের করেন ওই পিকআপের চালক বিল্পব হোসেন মণ্ডল। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়। 

গ্রেপ্তার মাসুদ রানা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব-রুকন্দিপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। 

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, নাশকতা মামলায় ইতিমধ্যে মাসুদ রানা নামের এক আসামিকে গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, নাশকতা মামলায় একজনে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। গ্রেপ্তার মাসুদ রানা বিএনপির একজন কর্মী।

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ