হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদরের দিঘিরপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের সমসের আলী মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।

জানা গেছে, দিঘিরপাড় গ্রামে মোশাররফ হোসেন ও কুদ্দুস মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরা দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। ৫ আগস্টের পর তাঁরা বিএনপিতে যোগ দেন।

তাঁদের মধ্যে মোশাররফ হোসেন স্থানীয় বিএনপি নেতা শাহাবুর রহমানের পক্ষে এবং কুদ্দুস মোল্লা অপর বিএনপি নেতা মাহাবুর আলী মল্লিকের পক্ষে সমর্থন দেন। ফলে মোশাররফ ও কুদ্দুসের বিরোধ রাজনৈতিক বিরোধে রূপ নেয়। তারই জেরে আজ দুপুরে শাহাবুর রহমান ও মাহাবুর আলীর সমর্থকদের মধ্যে দিঘিরপাড় গ্রামে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল