হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদরের দিঘিরপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের সমসের আলী মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।

জানা গেছে, দিঘিরপাড় গ্রামে মোশাররফ হোসেন ও কুদ্দুস মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরা দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। ৫ আগস্টের পর তাঁরা বিএনপিতে যোগ দেন।

তাঁদের মধ্যে মোশাররফ হোসেন স্থানীয় বিএনপি নেতা শাহাবুর রহমানের পক্ষে এবং কুদ্দুস মোল্লা অপর বিএনপি নেতা মাহাবুর আলী মল্লিকের পক্ষে সমর্থন দেন। ফলে মোশাররফ ও কুদ্দুসের বিরোধ রাজনৈতিক বিরোধে রূপ নেয়। তারই জেরে আজ দুপুরে শাহাবুর রহমান ও মাহাবুর আলীর সমর্থকদের মধ্যে দিঘিরপাড় গ্রামে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ—বাড়ি ভাঙচুর, আহত ১০

চুরির অভিযোগ, সালিস বৈঠকে যুবককে ২০ ফুট মাটিতে নাকে খত

পুলিশের গাড়িতেই বিএনপি কর্মীদের কোপাল প্রতিপক্ষের লোকজন

বিয়েতে দাওয়াত না পাওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

সনদ জালিয়াতির মামলায় স্কুলশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু