হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরামানিক নামে ভারতীয় এক ট্রাকচালককে বৃহস্পতিবার রাতে আটক করেছে আনসার সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

যশোরের বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরামাণিক নামে ভারতীয় এক ট্রাকচালককে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল গেইট থেকে তাঁকে আটক করা হয়।

আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা বন্দরের নিরাপত্তা জোরদার করেন। রাতে সন্দেহভাজন ট্রাকচালক বেচারাম পরামাণিককে একটি ব্যাগসহ টার্মিনাল এলাকা থেকে বের হতে দেখে তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়। পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল বলে জানান তিনি।

জানা গেছে, সব পাসপোর্টেই গত ২৪ জুন সার্বিয়ার ভিসা লাগানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে এসব পাসপোর্ট ব্যবহার করা হচ্ছিল।

আটক ট্রাকচালককে পাসপোর্টসহ পুলিশে সোপর্দ করা হবে বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।

জব্দ করা পাসপোর্টধারীদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন: ঢাকার নাজমুল ইসলাম, গাজীপুরের আবুল হোসেন, মানিকগঞ্জের শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল কাদের, আব্দুল আজিজ, আব্দুর রহিম, রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার তন্মির হাসান, আরিফুল ইসলাম, পলাশ হোসেন, জাকারিয়া, আবু সাঈদ, ফেনির আব্দুল করিম, নরসিংদীর ফাইম মিয়া, চাঁদপুরের মোজাম্মেল হোসেন, নোয়াখালীর ইমরান হোসেন, কিশোরগঞ্জের অপূর্ব মিয়া, ঢাকার ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার ইসহাক ও সাতক্ষীরার হুমায়ুন কবির।

খবর পেয়ে রাতে বেনাপোল বন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সংবাদকর্মীরা ভিড় করেন। পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী, নাকি কোনো অপরাধী চক্রের সদস্য—তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘরে বসে চিকিৎসাসেবা পাবে মানুষ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম