হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে ১২ জাহাজে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

নৌপথে শৃঙ্খলা ফেরাতে আজ বুধবার যশোরের অভয়নগর উপজেলার ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা জাহাজে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরের অভয়নগরে ভৈরব নদে নৌযান ও নৌপথে শৃঙ্খলা ফেরাতে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। এ সময় জরিপ (সার্ভে) সনদ না থাকা, প্রথম শ্রেণির মাস্টারের পরিবর্তে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ নানা অনিয়ম পাওয়ায় ১২টি জাহাজ কর্তৃপক্ষকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভয়নগর উপজেলার ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌপরিবহন অধিদপ্তরের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ। আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তর খুলনার পরিদর্শক রাশেদুল আলম। তাঁদের সহযোগিতা করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের রূপসা স্টেশন ও নৌ পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ‘নৌপথে শৃঙ্খলা ফেরাতে সকাল সাড়ে ৯টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু হয়। ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে এই অভিযান চলে। এ সময় ১২টি জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ১২টি জাহাজ কর্তৃপক্ষকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।’

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে