হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে ১২ জাহাজে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

নৌপথে শৃঙ্খলা ফেরাতে আজ বুধবার যশোরের অভয়নগর উপজেলার ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা জাহাজে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরের অভয়নগরে ভৈরব নদে নৌযান ও নৌপথে শৃঙ্খলা ফেরাতে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। এ সময় জরিপ (সার্ভে) সনদ না থাকা, প্রথম শ্রেণির মাস্টারের পরিবর্তে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ নানা অনিয়ম পাওয়ায় ১২টি জাহাজ কর্তৃপক্ষকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভয়নগর উপজেলার ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌপরিবহন অধিদপ্তরের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ। আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তর খুলনার পরিদর্শক রাশেদুল আলম। তাঁদের সহযোগিতা করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের রূপসা স্টেশন ও নৌ পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ‘নৌপথে শৃঙ্খলা ফেরাতে সকাল সাড়ে ৯টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু হয়। ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে এই অভিযান চলে। এ সময় ১২টি জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ১২টি জাহাজ কর্তৃপক্ষকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।’

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা