হোম > সারা দেশ > যশোর

যশোরে ফুচকা খেয়ে একাধিক মানুষ অসুস্থ, বিক্রেতা গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

গ্রেপ্তার ফুচকা বিক্রেতা মনির হোসেন। ছবি: আজকের পত্রিকা

যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে একাধিক মানুষ অসুস্থের ঘটনায় বিক্রেতা মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মনির হোসেন ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, ৩১ মার্চ ঈদের দিন দেয়াপাড়া গ্রামের ভৈরব নদের পূর্ব পাড়ে মনির হোসেন নামের এক ব্যক্তি চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান দেন। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরে গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরদিন পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ফুচকা বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে একজন ভুক্তভোগী মামলা দায়ের করেন। এ মামলায় আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি