হোম > সারা দেশ > যশোর

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন মারা গেছেন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন (৮৩) মারা গেছেন। আজ সোমবার বিকেলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হোসেনউদ্দীন হোসেনের ছোট ছেলে সজল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

হোসেনউদ্দীন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হোসেনউদ্দীন ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। প্রবন্ধ ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাঁকে এ পুরস্কার দেয়। যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে ১৯৪১ সালে তিনি জন্ম গ্রহণ করেন।

১৯৫৫ সালে কলকাতা থেকে প্রকাশিত লোকসেবক পত্রিকায় হোসেনউদ্দীনের প্রথম কবিতা ছাপা হয়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০। এর মধ্যে কবিতার বই দুটি, গল্পের বই দুটি, ছোটগল্পের বই দুটি, উপন্যাস ছয়টি, ইতিহাসের বই চারটি, বিদেশি সাহিত্যের বই তিনটি, জীবনী একটি, প্রবন্ধের পাঁচটি বই উল্লেখযোগ্য। তিনি তিনটি বই সম্পাদনা করেছেন।

ঘরে বসে চিকিৎসাসেবা পাবে মানুষ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম