হোম > সারা দেশ > যশোর

যশোরে বজ্রপাতে কাঠুরিয়ার মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম শাহিন হোসেন (৩৫)। তিনি পেশায় কাঠুরিয়া। শাহীন উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আবু জাফরের ছেলে। 

বারবাপুর গ্রামের মো. আতিক হাসান বলেন, এদিন দুপুরে শাহীন বারবাকপুর গ্রামে গাছ কাটার কাজ করছিলেন। এ সময়ে হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর সঙ্গে কাজে থাকা শাহ আলম নামের অপরজন সামান্য আহত হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

অপরদিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের গুচ্ছগ্রামপাড়া আব্দুল মান্নানের স্ত্রী ফতেমা বেগম বাড়িতে কাজ করার সময়ে বজ্রপাতে আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম আলী বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঘরে বসে চিকিৎসাসেবা পাবে মানুষ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম