হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে জুট মিলের স্টাফ কোয়ার্টার ভবনের ছাদ ভেঙে পড়ে শ্রমিকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরে একটি কারখানার পুরোনো ভবনের ছাদ ভেঙে পড়লে বিল্লাল হোসেন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার রাজঘাট শিল্পাঞ্চল এলাকায় জে জে আই জুট মিলে এই ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন খুলনার কয়রা উপজেলার বাগালিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে। পরিবারের লোকজন জানায়, বিল্লাল হোসেন যশোর জে জে আই জুট মিলের ভেতরে স্টাফ কোয়ার্টারের পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন। আজ রোববার সকালে কাজ করার সময় স্টাফ কোয়ার্টারের ছাদের অংশ ভেঙে পড়ে।

এলাকাবাসী জানায়, মিলের ভেতরে পুরোনো স্টাফ কোয়ার্টারের ভবনের ছাদের অংশ ভেঙে শ্রমিক বিল্লাল হোসেনের গায়ে পড়ে। তাতে তিনি গুরুতর আহত হন। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ওবায়দুল্লাহ বলেন, ‘আমরা ঠিকাদার সৌরভ এন্টারপ্রাইজের পুরোনো ভবনের কাজ করছিলামা। হঠাৎ শব্দ শুনে গিয়ে দেখি বিল্লাল ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। তখন চিৎকার দিয়ে সবাইকে ডেকে ধ্বংসস্তূপ সরিয়ে বিল্লালকে উদ্ধার করি। তারপর চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়। শুনেছি, খুলনা যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৌখিকভাবে খবরটা পেয়েছি। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছিল। এখন কী অবস্থা, আমাকে জানানো হয়নি। বিষয়টা খতিয়ে দেখব।’

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু