হোম > সারা দেশ > যশোর

যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় বিষধর সাপের কামড়ে ববিতা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ববিতা খাতুন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জেমস বিশ্বাসের স্ত্রী। 

জেমস বিশ্বাস বলেন, ‘প্রতিদিনের মতো স্ত্রী-সন্তান নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। ভোর ৪টার দিকে একটি বিষধর সাপ আমার স্ত্রী ববিতার ডান হাতে দংশন করে। বুঝতে পেরে তাৎক্ষণিক ববিতাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে ববিতার মৃত্যু হয়। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় বলেন, সাপের কামড়ের রোগী ববিতা খাতুনকে ৬টা ২৬ মিনিটে ভর্তি করে তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে পাঠাই। সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘরে বসে চিকিৎসাসেবা পাবে মানুষ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম