হোম > সারা দেশ > যশোর

বিদ্যালয়ের অফিসসহ শ্রেণিকক্ষের ফ্যান চুরি, গরমে শিক্ষার্থীদের ভোগান্তি

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

কেশবপুরের সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের পাশাপাশি শ্রেণিকক্ষের বৈদ্যুতিক ফ্যানও চুরি হয়ে গেছে। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরের সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৈদ্যুতিক ফ্যান, ব্যাটারি, মোটরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত রোববার রাতে বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে এ চুরির ঘটনাটি ঘটে। আজ সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে দুটি শ্রেণিকক্ষের ফ্যান চুরি হওয়ায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। গরমে ঘেমে ক্লাস করতে হচ্ছে ওই দুই শ্রেণির শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের ভবনের পেছনের জানালা কেটে ভেতরে ঢুকে ৫টি বৈদ্যুতিক ফ্যান, পানি তোলার একটি মোটর, সোলার প্যানেলের একটি ব্যাটারিসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া চোরেরা বিদ্যালয়ের অফিসকক্ষের আলমারির ড্রয়ারের তালা ভেঙে অফিশিয়াল কাগজপত্র তছনছ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান বলেন, আজ সকালে বিদ্যালয়ে এসে বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি দেখে থানায় লিখিত অভিযোগ করেছেন। শ্রেণিকক্ষের ফ্যান চুরি হওয়ায় শিক্ষার্থীদের গরমে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে