হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে বোমা হামলায় চরমপন্থী দলের সদস্য নিহত

যশোর ও অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে বোমা (ককটেল) হামলায় চরমপন্থী দলের সদস্য জিয়া ফকির (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়া ফকির একই এলাকার মৃত ওহাব ফকিরের ছেলে। 

পুলিশ বলছে, নিহত জিয়া নিষিদ্ধ সংগঠন চরমপন্থী দলের সদস্য ছিলেন। তাঁর নামে অভয়নগর থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা তাঁকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তাঁর পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওসি আরও বলেন, জিয়া চরমপন্থী দলের সদস্য ছিলেন। তাঁর নামে কমপক্ষে চারটি মামলা রয়েছে। কেন এই বোমা হামলা চালানো হয়েছে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। 

রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানে চায়ের দোকানে বসেছিলেন। রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তাঁর শরীরে এসে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফেরেন।

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট