হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে বোমা হামলায় চরমপন্থী দলের সদস্য নিহত

যশোর ও অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে বোমা (ককটেল) হামলায় চরমপন্থী দলের সদস্য জিয়া ফকির (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়া ফকির একই এলাকার মৃত ওহাব ফকিরের ছেলে। 

পুলিশ বলছে, নিহত জিয়া নিষিদ্ধ সংগঠন চরমপন্থী দলের সদস্য ছিলেন। তাঁর নামে অভয়নগর থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা তাঁকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তাঁর পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওসি আরও বলেন, জিয়া চরমপন্থী দলের সদস্য ছিলেন। তাঁর নামে কমপক্ষে চারটি মামলা রয়েছে। কেন এই বোমা হামলা চালানো হয়েছে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। 

রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানে চায়ের দোকানে বসেছিলেন। রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তাঁর শরীরে এসে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফেরেন।

ঘরে বসে চিকিৎসাসেবা পাবে মানুষ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম