হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে বোমা হামলায় চরমপন্থী দলের সদস্য নিহত

যশোর ও অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে বোমা (ককটেল) হামলায় চরমপন্থী দলের সদস্য জিয়া ফকির (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়া ফকির একই এলাকার মৃত ওহাব ফকিরের ছেলে। 

পুলিশ বলছে, নিহত জিয়া নিষিদ্ধ সংগঠন চরমপন্থী দলের সদস্য ছিলেন। তাঁর নামে অভয়নগর থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা তাঁকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তাঁর পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওসি আরও বলেন, জিয়া চরমপন্থী দলের সদস্য ছিলেন। তাঁর নামে কমপক্ষে চারটি মামলা রয়েছে। কেন এই বোমা হামলা চালানো হয়েছে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। 

রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানে চায়ের দোকানে বসেছিলেন। রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তাঁর শরীরে এসে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফেরেন।

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু