হোম > সারা দেশ > যশোর

চুল কেটে, মুখে কালি মেখে নারীকে নির্যাতন, গ্রেপ্তার ৪

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

মধ্যবয়সী এক নারীর দুই হাত ওড়না দিয়ে বাঁধা। তাঁকে ঘিরে বেশ কয়েকজনের ভিড়। তাদের মধ্যে চারজন ওই নারীকে জাপটে ধরেছে এবং একজন কাঁচি দিয়ে চুল কাটছে। তখন ওই নারী চিৎকার করছেন। আর সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছে কেউ কেউ।

যশোরের ঝিকরগাছায় এক নারীকে এভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তিনি গত রোববার বেনেয়ালি গ্রামে তাঁর সাবেক পুত্রবধূকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার হন। চুল কেটে দেওয়ার পাশাপাশি তাঁকে মারধর ও মুখে কালি মাখিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ঝিকরগাছা থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত চারজনকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বনেয়ালি কলাবাগানপাড়ার শিমুল হোসেন, রনি বেগম, পদ্মপুকুরের শারমিন আক্তার রুমি ও রহিমা। গতকাল তাঁদের কারাগারে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান বলেন, ভিকটিম সাবেক পুত্রবধূ বীথিকে দেখতে তাঁর নতুন স্বামীর বাড়ি গিয়েছিলেন। বীথির স্বামী ও বাবার বাড়ির লোকজন আটকে রেখে ভিকটিমের মাথার চুল কেটে দেয়। এ সময় তাঁকে মারপিট করা হয়। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি