হোম > সারা দেশ > যশোর

যশোরে মুরগি বিক্রির টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

­যশোর প্রতিনিধি

পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরে বাকিতে মুরগি বিক্রির টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু বক্কার (৫৩)। তিনি ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। ঘটনার পর অভিযুক্ত নির্মল কুমার ও তাঁর স্ত্রী সরস্বতী বিশ্বাস পালিয়ে যান। পরে তাঁদের আটক করে পুলিশে দেয় উত্তেজিত জনতা।

পুলিশ জানিয়েছে, আবু বক্কার কিছুদিন আগে নির্মলের কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। আজ দুপুরে বক্কার মুরগির টাকা চাইতে গেলে তাঁর সঙ্গে নির্মল ও সরস্বতীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধে একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

যশোরে সোনার ১০টি বারসহ আটক ২

চৌগাছায় শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আহত ৮

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

ছুটিতে এলাকায় যাওয়া পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

যশোরে ভাঙারি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, অস্ত্র-গুলি উদ্ধার

কানাডার ভিসা-চাকরির প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সংঘর্ষের পর যবিপ্রবি ক্যাম্পাস থমথমে, সেই দোকানদার আটক

যশোরে ফেনসিডিলের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যশোর সার্কিট হাউস থেকে ভুয়া অতিরিক্ত সচিব আটক