হোম > সারা দেশ > যশোর

যশোরে মুরগি বিক্রির টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

­যশোর প্রতিনিধি

পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরে বাকিতে মুরগি বিক্রির টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু বক্কার (৫৩)। তিনি ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। ঘটনার পর অভিযুক্ত নির্মল কুমার ও তাঁর স্ত্রী সরস্বতী বিশ্বাস পালিয়ে যান। পরে তাঁদের আটক করে পুলিশে দেয় উত্তেজিত জনতা।

পুলিশ জানিয়েছে, আবু বক্কার কিছুদিন আগে নির্মলের কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। আজ দুপুরে বক্কার মুরগির টাকা চাইতে গেলে তাঁর সঙ্গে নির্মল ও সরস্বতীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধে একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ঘরে বসে চিকিৎসাসেবা পাবে মানুষ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম