হোম > সারা দেশ > যশোর

যশোর-৪: এবার নতুন ভোটার ৪৬ হাজার ৮৪৭ জন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

রাত পোহালেই দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট। যশোর-৪ আসনে ইতিমধ্যে ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার আসনটিতে ১৪৯টি ভোটকেন্দ্রে ৯৯৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন চার লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এরই মধ্যে এবার নতুন ভোটার হয়েছেন ৪৬ হাজার ৮৪৭ জন। 

যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া ও সদর উপজেলার একাংশ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। মূলত তাঁকে ঘিরে ভোটের মাঠের প্রচার জমে ওঠে। এ ছাড়া মাঠে রয়েছেন আরও পাঁচ প্রার্থী। 

তাঁরা হলেন–স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় (ঈগল), জাতীয় পার্টির (লাঙল) জহুরুল হক, বিএনএমের সুকৃতি কুমার মণ্ডল (নোঙর), তৃণমূল বিএনপির এম সাব্বির আহমেদ (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইউনুছ আলীর (মিনার)। এদের মধ্যে রনজিত রায় ও সুকৃতী মণ্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

মোট চার লাখ ৩৩ হাজার ৮৩৮ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার ৪৬ হাজার ৮৪৭ জন। সব মিলে পুরুষ ভোটার দুই লাখ ১৬ হাজার ৭৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ১৭ হাজার ৩৬ জন। অভয়নগরে তিন ও বাঘারপাড়ায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। 

উপজেলা ভিত্তিক হিসাবে অভয়নগরে দুই লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়ায় এক লাখ ৮৭ হাজার ১১২ জন ও বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬৮ জন ভোটার।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল