হোম > সারা দেশ > যশোর

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলার ত্রিমোহিনী শ্যামলাগাছী মোড় এলাকায় ট্রাকচাপায় তানিয়া খাতুন (৩১) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে তানিয়া ছিটকে চাপা পড়ে মারা যান। তিনি শার্শার লাউতারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং সেলিম হোসেনের স্ত্রী। এ ঘটনায় তানিয়ার স্বামী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিয়া খাতুন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। পথে ত্রিমোহিনী শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে বেনাপোলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাঁর স্বামী সেলিম হোসেন আহত হয়েছেন।

নাভারণ হাইওয়ে পুলিশের পরিদর্শক রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শার্শা থানার পুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল