হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে বাসের ধাক্কায় ২ জন নিহত, আহত ৩

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন পথচারী। আজ রোববার বেলা ২টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে। চালকের নাম আব্দুল গণি (৩৫)। তিনি উপজেলার চালুয়াহাটি এলাকার খোকন মোড়লের ছেলে।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার রাজা মিঞার ছেলে রতন মিঞা (২৫) ও মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালেক দফাদারের ছেলে নাজমুল শেখ (৪০)।

আহত তিনজন ভ্যানের চালক ও যাত্রী। তাঁদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বাবলু নামে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ইবরাহিম গাজী বলেন, যাত্রীবাহী বাসটি মনিরামপুর বাজার হয়ে যশোরে যাচ্ছিল। আর একটি ভ্যান যাত্রী নিয়ে মনিরামপুর বাজারের দিকে আসছিল। বাসটি কলেজ মোড়ে এলে ভ্যানের সামনে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান রতন। এরপর বাসটি পালিয়ে যেতে চাইলে পথচারী নাজমুল শেখ বাধা দিতে চান। তখন বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান নাজমুল।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, মনিরামপুর কলেজ মোড়ে যশোরগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে দুজন নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাসের ধাক্কায় তিনজন আহত হয়েছে। তাদের মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় দায়ী বাস ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘরে বসে চিকিৎসাসেবা পাবে মানুষ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম