হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দুই দিন বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়কপথে ভারতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার করোনা প্রতিরোধের শর্ত সাপেক্ষে স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, ‘জন্মাষ্টমীর কারণে আজ দিনভর বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিতে আমদানি, রপ্তানি ও পণ্য খালাস বন্ধ থাকবে। পরদিন শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ছুটির মধ্যে যাতে বন্দরে কোনো ধরনের অনিয়ম না হয়, এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকেও দেড় শতাধিক ট্রাকে করে ভারতে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা হয়। এই দুই দিন ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় প্রবেশের অপেক্ষায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক দুই পাড়ের বন্দরে আটকা পড়েছে।

সহসভাপতি আরও বলেন, আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য রয়েছে। আর রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাতীয় পণ্য, গার্মেন্টস ও মাছ।

ঘরে বসে চিকিৎসাসেবা পাবে মানুষ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম