জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর সহযোগী আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ২টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসলাম মিয়া বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী গ্রামের ভুলো মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার নয়ন ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে আসলাম মিয়ার নাম উঠে আসে। পরে অভিযান চালিয়ে আসলাম মিয়াকে রৌমারীর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এযাবৎ নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মোট ১৭ জন। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন ১৬ জন আসামি। এর মধ্যে আদালতে বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাবুসহ চারজন। গত ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজ ও একাত্তর টিভি সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।