হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে চাঁদাবাজি মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি

তাহরিমা জান্নাত ওরফে সুরভী। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার তাহরিমা জান্নাত ওরফে সুরভী (২১) নামের এক তরুণীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের একটি আদালত এই আদেশ দেন। এদিকে সুরভীকে ‘জুলাই যোদ্ধা’ ও ‘অপ্রাপ্তবয়স্ক’ দাবি করে এবং রিমান্ড ও গ্রেপ্তারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে বয়সসংক্রান্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে।’

গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল বলেন, সুরভীর বয়স ১৭ বছরের একটু বেশি, তবে ১৮ বছর হয়নি।

গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘সুরভীর সঙ্গে যা হয়েছে, তা খুবই দুঃখজনক। আমরা আদালতের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা আশা করব, যেখানে যা ভুল হয়েছে, সেটি আইনিপ্রক্রিয়ায় দ্রুত সংশোধন করে সুরভীকে মুক্তি দেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে সুরভীকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী এলাকার সেলিম মিয়ার মেয়ে সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের সময় সুরভী ঘুমিয়ে ছিলেন। তাঁকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। ঘুমন্ত অবস্থা থেকে সুরভীকে পুলিশের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

গ্রেপ্তারের পর পুলিশ জানায়, সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের করা একটি চাঁদাবাজি মামলায় সুরভী পরোয়ানাভুক্ত আসামি।

আজ সুরভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে সকাল থেকে জুলাই যোদ্ধারা জজ কোর্ট প্রাঙ্গণে সমবেত হন। তাঁরা সুরভীর নিঃশর্ত মুক্তি ও রিমান্ড বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি মিথ্যা চাঁদাবাজি মামলায় পরিকল্পিতভাবে নির্দোষ কিশোরী জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত ওরফে সুরভীকে ফাঁসানো হয়েছে। গভীর রাতে বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বয়সের বিষয়টি গোপন করে তাঁকে কারাগারে পাঠানো হয়। একই কায়দায় আজ তাঁকে হয়রানিমূলকভাবে পুলিশ আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড মঞ্জুর করায়।

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

বরমী বাজার: দুই ঘণ্টার হাটে কয়েক লাখ টাকার শাকসবজি বেচাকেনা

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন

গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

গাজীপুরের শ্রীপুর: এক বছরে ৩৩ খুন, তিন কারণে বেশি