হোম > সারা দেশ > গাজীপুর

ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন, ৬ জনের বিরুদ্ধে মামলা 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে কাপাসিয়া থানায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। 

মামলায় চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সবুজ মিয়া ফকির (৪৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। তাঁর ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া জানান, পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের মো. ফারুক ফকিরের (৫০) সঙ্গে ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে সেই জমির গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যান। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়। 

একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চাচা সবুজকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যায়। ঘটনার সময় নিহতের ছেলে সিয়াম ফকির গুরুতর আহত হন।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০